প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থা

প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থা আমাদের জনগণের কোনো কাজে আসে না। আমরা মতে জনগণের মত প্রকাশের কোনো সুযোগ নাই যার জন্য অন্য প্রকার চিন্তা করা জরুরি হলো। তাই সকলকে অনুরোধ করবো সবাই নতুন করে চিন্তা করে সঠিক পন্থা সঠিক উপায়ে টি বের করার জন্য। সত্যিকারের উপায় হচ্ছে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের একমাত্র সহজ উপায়। আমাদের গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা আছে সেখান থেকে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবহার করা হয় সেখান থেকে সব ইউনিয়ন পরিষদ তারপর যাব জেলা পরিষদ আমাদের ডিসি সাহেবের ক্ষমতাকে জেলা পরিষদে আনতে চাই। আর কার্যকারিতা জেলা পরিষদ করবে।

গ্রাম পঞ্চায়েত সিদ্ধান্ত নিবেন আশেপাশে কি হবে কি হবে না উনিয়ন পরিষদ তার দায়িত্বে থাকবে। গ্রাম পঞ্চায়েত থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যত প্রকার আইন ও বিচার ব্যবস্থা থেকে শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট তৈরি গ্রামীণ পরিবারের জন্য আবাসন ব্যবস্থা চিকিৎসাব্যবস্থা কৃষিব্যবস্থা বাজার ব্যবস্থা ইত্যাদি পরিচালনা করার দায়িত্ব থাকবে এই দুই সংস্থার সাথে। এর মধ্যেই আমাদের প্রশান্তি খুঁজে পাবো।

সরকার প্রশাসনিক ব্যবস্থা ইউনিয়ন পরিষদ সরকার থেকে টাকা পাবে জেলা পরিষদ টাকা পাবে সকল প্রকার কাজকর্ম তারা পরিচালনা করার তার জন্য জনপ্রতিনিধি (এমপি) বিনা প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতায় সকলকে প্রার্থী বিজয়ী করতে হবে ।তাই এক মাভরাস্তা আমাদের আছে।

আমি এজন্য জনপ্রতিনিধি ব্যবস্থা লিখছি।
যদি নিজেদের অধিকার সম্বন্ধে কোন জানার না থাকে, আমরা কি চাই বা কেমনে বাঁচতে চাই চাওয়া-পাওয়া তো আছে তা যদি না জানি এবং সত্যায়িত না করতে পারি তাহলে শুনে শুনে মেনে নিলে স্বাধীনতা থাকে না। জীবন যাপন মোটেই কষ্ট লাঘব হবে না। পৃথিবীটাই এমন জোর যার দেশ তার এই থেকে রক্ষা পেতে মানুষ সকল প্রকার চেষ্টা করে এর জন্য দেশের নাগরিকগণ শিক্ষাদীক্ষা অর্জন করে অনেক কাঠখড় পোড়ানোর পর নিজেরা নিজেদের মধ্যে শান্তি স্থাপন করতে পারলে শিক্ষা-দীক্ষার মূল্য হয়। শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয় শিক্ষা নিজের মধ্যে শান্তি আনে সেই প্রকারের শিক্ষা-দীক্ষা পেতে হবে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা সর্বোপরি ব্যবহার করে আমাদের শান্তি আসবে।

আপনারা কোন যুক্তি গোপন আমায় শেখায় ?

খুব কঠিন শব্দ প্রত্যক্ষ গণতন্ত্র আর খুব সহজে মেনে নিতে পারলে আর আমার সরকার হবে আপনারা যাকে প্রতিনিধি করে দিবেন তাদের নিয়ে হবে আইনসভা তারা টিকেট নিতে হবে না। পরম এর মেয়াদ তিন বছরের জন্য থাকবে। এবং 300 এর স্থানে 600 প্রতিনিধি বানানো হবে আমি চাই ষাইট পার্সেন্ট ভাগ মানুষ প্রশাসনিক ব্যবস্থা ভালো করে জানা হোক প্রত্যক্ষ গণতন্ত্র পড়া অর্থনীতি পড়া ইতিহাস পড়া আইনবিদ্যা পড়া এবং তাকে মেনে চলা আইনের শুদ্ধ করা নাগরিকের কর্তব্য আসুন ঐক্যবদ্ধ হই আমরা শান্তি প্রতিষ্ঠা করি।

Scroll to Top