আমি জনগণকে নিয়ে এক কোটি নেতৃত্ব দেব আর বন্যা মুক্ত হবার জন্য কাজ করব।

আমার প্রিয় ইউনিয়নবাসী, আজ যে অবস্থা হয়েছে বন্যা সারাদেশ (কিছু এলাকা বাদে) প্রায় সবাই আমরা বিপদগ্রস্থ হয়ে পড়েছি ।  আর এই  কথাগুলো আমি আমার লেখার মধ্যে বলেছি । ২৫ বছর পূর্বে আমি বলেছি ।  এখন কথা হলো আমি যেহেতু চিন্তা করি তাই,  আমি সাবধানতা ও পাই।  আমি ছাড়া অন্য যে কোন সরকার এই বন্যা সমাধান করতে প্রকল্প হাতে নিলেই হাজার হাজার কোটি টাকার কাজ ও ত্রাণ দেয়া আরম্ভ করবে । কিন্তু কোনো ফল দেশবাসী পাবে না । পাবে শুধু ঋণের কিস্তি। এই বিপদ থেকে মুক্তি পেতে হলে সকল শ্রেণীর জনগণকে আমার সাথে,  আমার জন্য আহবান করে সত্যবদ্ধ হয়ে জনগণের সরকার গঠন করতে হবে। 

জনগণকে সঙ্গে নিয়ে এক কোটি নেতা তৈরি করব সকল ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক নেতৃত্ব দেওয়ার জন্য। এবং পরিকল্পনা করে বন্যামুক্ত হবার জন্য কাজ করব।

Scroll to Top